bn_tw/bible/names/ephrathah.md

1.4 KiB

ইফ্রাথ, ইফ্রাথা, ইফ্রাথীয়, ইফ্রাথীয়রা

তথ্য:

ইফ্রাথা ইস্রায়েলের উত্তর অংশের এক শহরের নাম ও অঞ্চল ছিল| ইফ্রাথা শহর পরে “বৈথলেহম” বা “ইফ্রাথা-বৈথলেহম” নাম পরিচিত ছিল|

  • ইফ্রাথা কালেবের এক ছেলের নাম ইফ্রাথা ছিল| ইফ্রাথা শহরের নাম সম্ভবত তাঁর পরে হয়েছিল|
  • একজন লোক যে ইফ্রাথা শহর থেকে ছিল তাকে “ইফ্রাথীয়” বলা হত|
  • বোয়স, দায়ূদের মহান পিতামহ, ইফ্রাথীয় ছিল|

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলি অনুবাদিত হবে)

(আরো দেখো: বৈথলেহম, বোয়স, কালেব, দায়ূদ, ইস্রায়েল)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H672, H673