bn_tw/bible/names/cyprus.md

2.2 KiB

সিলুকিয়া

তথ্য:

সিলুকিয়া ভূমধ্যসাগর অবস্থিত একটি দ্বীপ, আধুনিক দিনের তুরস্কের 64 কিলোমিটার দক্ষিণে অবস্থিত.

  • বার্নাবাস সিলুকিয়া থেকে এসেছিলেন, তাই সম্ভবত তার ভাইপো (যোহন যাহাকে মার্ক বলা হয়) সেখানে থেকে ছিলেন.
  • পৌল এবং বার্নাবাস তাদের প্রথম মিশনারি যাত্রার শুরুতে সিলুকিয়া দ্বীপ থেকে প্রচার শুরু করেন. যোহন যাহাকে মার্ক বলা হয় তাদের সাথে সেই যাত্রায় তাদের সাহায্য করার জন্য গিয়েছিলেন.
  • পরে, বার্ণবা ও মার্ক সিলুকিয়াতে আবার দেখা করেন.
  • পুরাতন নিয়মে সিলুকিয়াকে সরলবর্গীয় চিরহরিৎ গাছের সমৃদ্ধ উৎস বলে উল্লেখ করা হয়েছে.

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করবেন)

(আরো দেখুন: বার্নাবাস, যোহন যাহাকে মার্ক বলা হয়, সমুদ্র)

বাইবেল উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strong's: G2953, G2954