bn_tw/bible/names/johnmark.md

1.9 KiB

যোহন মার্ক

ঘটনা :

যোহন মার্ক, যিনি “মার্ক,” নামেও পরিচিত তিনি ছিলেন একজন যিনি পৌলের সাথে প্রচার ভ্রমনে ছিলেন ৷ তিনি মার্ক লিখিত সুসমাচার এর লেখক হিসাবে বেশি পরিচিত ৷

  • যোহন মার্ক তার তুতো ভাই বর্ণবা এবং পৌলের সাথে তাদের প্রথম প্রচার ভ্রমনে ছিল ৷
  • যখন পিতর যিরূশালেমের জেলে ছিল, তখন সকল বিশ্বাসীরা মাইল প্রার্থনা করছিল যোহন মার্কের বাড়িতে ৷
  • মার্ক প্রেরিত ছিল না, কিন্তু তিনি পৌল ও পিতরের সাথে আবদ্ধ ছিলেন তাদের সেবাকার্যে ৷

(অনুবাদের পরামর্শগুলি: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: বর্ণবা, পৌল)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: G2491, G3138