bn_tw/bible/names/barnabas.md

3.6 KiB

বার্ণবা

প্রকৃত ঘটনা:

বার্ণবা ছিলেন একজন প্রাচীন খ্রীষ্টান যিনি প্রেরিতদের সময় ছিলেন |

  • বার্ণবা ছিলেন ইস্রায়েলের লেবীয় গোষ্ঠী থেকে এবং তিনি কুপ্র দ্বীপ থেকে ছিলেন |
  • যখন সৌল (পৌল) খ্রীষ্টান হলেন, বার্ণবা অন্য বিশ্বাসীদের আহ্বান করলেন তাকে গ্রহণ করার জন্য একজন সহ বিশ্বাসী হিসাবে |
  • বার্ণবা এবং পৌল একসঙ্গে যাত্রা করেছিলেন সুসমাচার প্রচার করার জন্য বিভিন্ন শহরে |
  • তার নাম ছিল যোষেফ, কিন্তু তাকে ডাকা হত “বার্ণবা” বলে, যার অর্থ “প্রবোধের সন্তান |”

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন : খ্রীষ্টান, কুপ্র, সুসমাচার, লেবীয়, পৌল)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 46:08 তারপর এক বিশ্বাসী নাম বার্ণবা সৌলকে প্রেরিতদের কাছে নিয়ে গেলেন এবং তাদের বললেন কিভাবে সৌল দম্মেশকে সাহসের সঙ্গে প্রচার করেছেন |
  • 46:09 বার্ণবা এবং সৌল সেখানে গিয়েছিলেন নতুন বিশ্বাসীদের যীশুর বিষয়ে আরও বেশি শিক্ষা দিতে এবং মন্ডলীকে শক্তিশালী করতে | আমি
  • 46:10 একদিন, যখন আন্তিয়খিয়ার খ্রীষ্টানরা উপবাস এবং প্রার্থনা করছিলেন, পবিত্র আত্মা তাদের বললেন, “বার্ণবা এবং সৌলকে আমার কাজের জন্য আলাদা কর যার জন্য আমি তাদের ডেকেছি | অতএব আন্তিয়খিয়ার মন্ডলী প্রার্থনা করলেন বার্ণবা এবং সৌলের জন্য এবং তাদের ওপর হাত রাখলেন |

শব্দ তথ্য:

  • Strong's: G921