bn_tw/bible/names/cornelius.md

2.3 KiB

কর্নেলীয়

ঘটনা:

কর্নেলীয় ছিলেন একজন পরজাতীয়, বা অ-যিহুদী মানুষ, যিনি ছিলেন একজন রোমান সৈন্যের অধ্যক্ষ |

  • তিনি নিয়মিতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন এবং দরিদ্রদের দান করার ক্ষেত্রে অত্যন্ত উদার ছিলেন।
  • যখন কর্নেলীয় ও তাঁর পরিবার প্রেরিত পিতরের সুসমাচার সম্বন্ধে ব্যাখ্যা শুনলেন, তখন তারা যীশুর বিশ্বাসী হলেন |
  • কর্নেলীয়ের পরিবারের লোকেরা প্রথম অ-যিহুদী লোক যারা বিশ্বাসী হয়েছিলেন |
  • এটা যীশুর অনুগামীদের দেখিয়েছিল যে তিনি সমস্ত মানুষকে উদ্ধার করার জন্য এসেছিলেন, যাদের মধ্যে অ-যিহুদীরাও ছিল।

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: প্রেরিত, বিশ্বাস, অ-যিহুদী, সুসমাচার, গ্রীক, শতপতি)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G2883