bn_tw/bible/names/cherethites.md

1.6 KiB

করেথীয়

ঘটনা:

করেথীয় এমন একটি দল ছিল যারা সম্ভবত পলেষ্টীয়দের অংশ ছিল | কিছু সংস্করণ "Cherethites" নামে এই নামটি লেখেন |

  • "করেথীয় ও পলেথীয়" রাজা দাউদের সেনাবাহিনী থেকে এক বিশেষ সৈন্যবাহিনীর দল ছিল যারা তাঁর দেহরক্ষী হিসেবে বিশেষভাবে তাঁর প্রতি অনুগত ছিলেন।
  • যিহোয়াদার পুত্র বনায়, দায়ূদের শাসনকর্তাদের একজন সদস্য, করেথীয় ও পলেথীয়দের নেতা ছিলেন।
  • অবশালোমের বিদ্রোহের কারণে যিরুশালেম থেকে পালিয়ে যাওয়ার সময় করেথীয়রা দায়ূদের সাথে রয়ে গিয়েছিল।

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: অবশালোম, বনায়, দাউদ, পলেষ্টীয়

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3774