bn_tw/bible/names/amos.md

1.4 KiB

আমোষ

ঘটনা:

আমোষ ছিল একজন ইস্রায়েলীয় ভাববাদী, যিনি যিহুদা রাজ উষিয়ের সময় ভবিষ্যত বাণী করতেন |

  • ভাববাদী হিসাবে ডাকার আগে, আমোষ প্রকৃত পক্ষে একজন মেষপালক এবং আঙ্গুরের চাষী ছিলেন, যিহুদা রাজ্যে বাস করতেন |
  • আমোষ সমৃদ্ধশালী উত্তরীয় রাজ্য ইস্রায়েলের বিরুদ্ধে, লোকেদের সঙ্গে তাদের অন্যায্য আচরণের ব্যপারে ভাববাণী করেছিলেন |

(অনুবাদের পরামর্শ : নামের অনুবাদ )

(এছাড়াও দেখুন : ডুমুর, যিহুদা, ইস্রায়েল রাজ্য, মেষ পালক, উষিয়

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5986