bn_tw/bible/kt/judgmentday.md

1.8 KiB

বিচারের দিন

বর্ণনা

“বিচারের দিন” বলতে ভবিস্যত সময়ের বিচার যা ঈশ্বর করবেন প্রতিটি মানুষের৷

  • ঈশ্বর তাঁর পুত্র, যীশু খ্রীষ্টকে পাঠিয়েছেন সকলের বিচারের জন্য৷
  • বিচারের দিনে, খ্রীষ্ট মানুষের বিচার করবেন তাদের ধার্মিক চরিত্রের ওপর নির্ভর করে

অনুবাদের পরামর্শ:

  • এই শব্দটি এই ভাবেও অনুবাদ করা যায় “বিচারের সময়” যদিও তা হতে পরে একদিনের বেশী৷
  • অন্যভাবেও হয় যেমন শেষ সময় ঈশ্বর সকলের বিচার করবেন৷
  • কিছু অনুবাদে এই শব্দটিকে মুক্তাক্ষরে লেখা হয়েছে এক বিশেষ গুরুত্ব বোঝাতে “বিচারের দিন” বা “বিচারের সময়৷”

(অবশ্য দেখুন: বিচারক, যীশু, স্বর্গ, নরক)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H2962, H3117, H4941, G2250, G2920, G2962