bn_tw/bible/kt/judge.md

6.0 KiB

বিচারক, বিচারকগণ, দন্ড, দন্ড

বর্ণনা:

“বিচারক” শব্দটি ও “বিচারের রায়” শব্দটি কোনো কিছু সম্পর্কে সিধান্ত কে বোঝায় যা নৈতিক ভাবে ঠিক ও ভুল৷

  • “ঈশ্বরের দন্ড” মানে তাঁর এক সিধান্ত যা কোনকিছু বা কোনো মানুষের পাপে অভিযুক্ত৷
  • ঈশ্বরের দণ্ড সাধারণত মানুষের পাপের স্বাস্তি৷
  • “বিচার” শব্দটি অর্থ “দোষ” ও হতে পরে৷ ঈশ্বর তার লোকেদের নির্দেশ দিয়েছেন যে একইভাবে যেন নিজেরা একে অপরের বিচার না করে৷
  • অন্য অর্থে “দুইয়ের মধ্যে নিষ্পত্তি করা” বা “দুইয়ের মধ্যে বিচার করা” কোন মানুষ সঠিক বা ভুল তা ঠিক করা৷
  • কোথাও আবার ঈশ্বরের “বিচার” মানে হলো তিনি কি ঠিক করেছেন ঠিক ও সঠিকের জন্য৷ এগুলি প্রায় এক, তাঁর ঘোষণা, ব্যাবস্থা, বা নিয়ম কানুন৷
  • “রায়” হতে পারে সিধান্ত নেবার ক্ষমতা৷ একজন ব্যাক্তি যার “বিবেচনা” কম তার কোনো বুদ্ধি নেই এক ভালো সিধান্ত নেবার৷

অনুবাদের পরামর্শ :

এটা পৃষ্ঠভূমির ওপর নির্ভর করে, অনুবাদের ভঙ্গি “বিচার” “ঠিক করার” শব্দটির অন্তর্গত বা “দোষারোপ” বা “শাস্তি” বা “ঘোষণা৷” “দণ্ড” শব্দটি এমনভাবে অনুবাদ হতে পারে যেমন, “শাস্তি” বা “সিধান্ত” বা “রায়” বা “ঘোষণা” বা “দোষারোপ৷”

  • কোনো পৃষ্ঠভুমিতে বাক্যাংশ “বিচারাধীন” কথাটি এভাবেও অনুবাদ করা যেতে পারে যেমন “বিচারের দিন” অথবা “সেই সময় যখন ঈশ্বর বিচার করবেন৷”

(অবশ্য দেখুন: ঘোষণা, বিচার, বিচারের দিন, ন্যায়, ব্যাবস্থা)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 19:16 ভাববাদীরা মানুষকে সাবধান করেছিলো যে যদি তারা মন্দ কাজ করা বন্ধ না করে এবং ঈশ্বরের বাধ্য না হয়, তাহলে ঈশ্বর তাদের বিচার করবেন একজন পাপী হিসাবে, এবং তিনি তাদের স্বাস্তি দেবেন৷
  • 21:08 একজন কেউ রাজা রাজ্য শাসন করে এবং তার প্রজাদের বিচার করে৷ মোশিহ আসবেন একজন যথার্থ রাজা হয়ে যে পূর্ব পিতা দায়ূদের সিংহাসনে বসবেন৷ তিনি সমস্ত বিশ্বকে চিরদিনের মত শাসন করবেন, এবং যিনি সবসময় বিচার করবেন সততার সহিত ও সঠিক দিদ্ধান্ত নেবেন৷
  • 39:04 মহা যাজক তার বস্ত্র ছিঁড়েফেলেন ও অন্য সকল ধর্মীয় যাজকদের ওপর চিত্কার করেন, “আমদের আর কোনো স্বাক্ষীর প্রয়োজন নেই৷ আমরা তাকে এই কথা বলতে শুনেছি যে তিনিই ঈশ্বরের পুত্র৷ তোমাদের কি রায়?”
  • 50:14 কিন্তু ঈশ্বর এর বিচার করবেন তাদের সক্কলের যারা তাঁকে বিশ্বাস করেনি৷ তিনি তাদের নরকের আগুনে ফেলবেন, এবং তারা কাঁদবে ও চিরদিনের মত তারা দাঁত পিষবে৷

শব্দ তথ্য:

  • Strong's: H148, H430, H1777, H1778, H1779, H1780, H1781, H1782, H2940, H4055, H4941, H6414, H6415, H6416, H6417, H6419, H6485, H8196, H8199, H8201, G144, G350, G968, G1106, G1252, G1341, G1345, G1348, G1349, G2917, G2919, G2920, G2922, G2923, G4232