bn_tw/bible/kt/hebrew.md

2.2 KiB

ইব্রীয়, ইব্রীয়ের

ঘটনা

“ইব্রীয়ের” যে সকল লোকেরা অব্রাহাম এর বংশধর যারা ইসহাক ও যাকোবের হতে জাত৷ আব্রাহাম ছিল প্রথম পুরুষ যাকে বাইবেলে প্রথম “ইব্রীয়” বলা হয়৷

  • ”ইব্রীয়” শব্দটি অবশ্য ইব্রীয় ভাষা যেই ভাষায় ইব্রীয় লোকেরা কথা বলে৷ বাইবেলের পুরাতন নিয়মের একটি বড় অংশ “ইব্রীয়” ভাষায় লেখা হয়েছে৷
  • বাইবেলের বিভিন্ন জায়গায়, “ইব্রীয়” অবশ্য “যিহুদী লোকেদের” বা “ইস্রায়েলীয়দের” বলা হতো৷ এটা সব থেকে ভালো যে এই তিনটি শব্দ পৃষ্ঠভূমি কে আলাদা করে বোঝায়, যতদুর সম্ভব এই শব্দগুলি একই গোষ্ঠির লোকেদের বোঝায়৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: ইস্রায়েল, যিহুদী,যিহাদী নেতা)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H5680, G1444, G1445, G1446, G1447