bn_tw/bible/kt/adultery.md

5.6 KiB

ব্যভিচার, ব্যভিচারী, ব্যভিচারী পুরুষ, ব্যভিচারিনী, ব্যভিচারী পুরুষেরা, ব্যভিচারী নারীরা

সংজ্ঞা :

“ব্যভিচার” শব্দটি একটি পাপের উল্লেখ করে যা ঘটে, যখন একজন বিবাহিত ব্যক্তি অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করে যিনি ঐ ব্যক্তির স্বামী বা স্ত্রী নন | দুজনেই ব্যভিচারে দোষে দোষী | “ব্যভিচারী” শব্দটি বর্ণনা করা এই ধরনের আচরণের বা যেকোন ব্যক্তি যে এই পাপ করেছে তার বর্ণনা করে |

  • “ব্যভিচারী পুরুষ” এটি উল্লেখ করে সাধারণত যে কোন ব্যক্তিকে যে ব্যভিচার করেছে |
  • কিছুসময় “ব্যভিচারিনী” শব্দটা বিশেষ করে একজন মহিলাকে চিহ্নিত করে যে ব্যভিচার করেছে |
  • ব্যভিচার সেই প্রতিজ্ঞাকে ভেঙ্গে দেয় যা একজন স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি বিবাহের চুক্তিতে করেছিল |
  • ঈশ্বর ইস্রায়েলীয়দের ব্যভিচার না করতে আদেশ করেছিল |
  • “ব্যভিচারী” শব্দটি প্রায়ই রূপক হিসাবে ব্যবহিত হয় এটা বর্ণনা করার জন্য যে ইস্রায়েলীয় লোকেরা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত, বিশেষ করে যখন তারা মিথ্যে দেবতাদের আরাধনা করে |

অনুবাদের পরামর্শ :

  • যদি মূল/লক্ষ্য ভাষাটি একটা শব্দে না থাকে যার মানে “ব্যভিচার,” তবে এই শব্দটি বাক্যাংশ দ্বারাও অনুবাদ করাযায় যেমন “অন্য কারোর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা” বা “অন্য ব্যক্তির স্বামী/স্ত্রীর সঙ্গে ঘনিষ্ট হওয়া |”
  • কোন কোন ভাষা হয়তো পরোক্ষভাবে ব্যভিচারের বিষয়ে বলে, যেমন “অন্য কারোর স্বামী/স্ত্রীর সঙ্গে শোয়া” বা “অন্য কারোর স্ত্রীর অবিশ্বস্ত থাকা |” (দেখুন: রেখাসমূহ)
  • যখন "ব্যভিচারী" শব্দটি একটি রূপক অর্থে ব্যবহার করা হয়, তখন অবিশ্বস্ত স্বামী বা স্ত্রীর সাথে ঈশ্বরের তুলনামূলক লোকেদের ঈশ্বরের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য এটি আক্ষরিকভাবে অনুবাদ করা ভাল। যদি এটা সঠিকভাবে লক্ষ্য ভাষার সঙ্গে যোগা না রাখে, রূপক শব্দ “ব্যভিচারী” এইভাবেও অনুবাদ করাযায় যেমন “অবিশ্বস্ত” বা “অনৈতিক” বা “অবিশ্বস্ত স্বামী/স্ত্রী |”

(এছাড়াও দেখুন: কিছু করা, চুক্তি, যৌন অনৈতিকতা, কারোর সঙ্গে শোয়া, বিশ্বস্ত)

বাইবেল তথ্যসূত্র :

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 13:06 “ব্যভিচার কর না |”
  • 28:02 ব্যভিচার কর না |
  • 34:07 “ধর্মীয় গুরুরা এইভাবে প্রার্থনা করে, ‘ধন্যবাদ ঈশ্বর, যে আমি অন্য লোকেদের মত পাপী নই যেমন ডাকাত, জঘন্য মানুষ, ব্যভিচারী, বা এমনকি ঐ করগ্রাহী মত নই |

শব্দ তথ্য:

  • Strong's: H5003, H5004, G3428, G3429, G3430, G3431, G3432