bn_tw/bible/other/messenger.md

2.2 KiB

বার্তাবাহক, বার্তাবাহকরা

ঘটনা:

“বার্তাবাহক” শব্দটা উল্লেখ করে এমন একজনের যাকে একটা খবর দেওয়া হয়েছে অন্যদের বলার জন্য |

  • প্রাচীনকালে, একজন বার্তাবাহকে যুদ্ধক্ষেত্র থেকে পাঠানো হবে লোকেদের কাছে শহরে কি হচ্ছে তা বলার জন্য |
  • স্বর্গদূত হল বিশে ধরনের বার্তাবাহক যাকে ঈশ্বর লোকেদের কাছে পাঠাতেন খবর দেওয়ার জন্য | কিছু অনুবাদক অনুবাদ করেন “স্বর্গদূত”কে “বার্তাবাহক” হিসাবে |
  • যোহন বাপ্তাইজককে বার্তাবাহক বলা হত যিনি যীশুর আগে এসেছিলেন মশীহের আসার ব্যপারে ঘোষণা করতে এবং তাঁকে গ্রহণ করার জন্য লোকেদের প্রস্তুত করতে |
  • যীশুর শিষ্যরা ছিল তাঁর বার্তাবাহক অন্য লোকেদের কাছে ঈশ্বরের রাজ্যের ব্যাপারে সুসমাচার করার জন্য |

(এছাড়াও দেখুন: স্বর্গদূত,প্রেরিত,যোহন (বাপ্তাইজক))

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1319, H4397, H4398, H5046, H5894, H6735, H6737, H7323, H7971, G32, G652