bn_tw/bible/other/lamp.md

2.1 KiB

বাতি, বাতিগুলো

সংজ্ঞা:

“বাতি” শব্দটা সাধারনত কোনকিছু যা আলো উৎপাদন করে তাকে বোঝায় | বাইবেলে সময় বাতি ব্যবহিত হত সাধারনত তেলের বাতি |

যে ধরনের বাতি বাইবেলের সময় ব্যবহিত হত তা ছিল ছোট তেলের ধারক, সাধারণত তেলের, যা আলো দিত যখন তা জ্বলত |

  • একটি সাধারণ তেলের বাতি সাধারণত মাটির তৈরী যা জিতবৃক্ষের তেল দিয়ে পূর্ণ, একটি শলতে রাখা থাকে তেলে জ্বালানোর জন্য |
  • কিছু বাতির জন্য, পাত্র বা বয়াম ছিল ডিম্বাকৃতি,
  • একটি তৈল বাতি বওয়া বা রাখা যায় বাতিদানের উপরে যাতে এটার আলো একটা ঘরে বা বাড়িতে আলোয় পূর্ণ করতে পারে |
  • শাস্ত্রবাক্যে, বাতি ব্যবহিত হত বিভিন্ন রুপূকার্থভাবে প্রতীক হিসাবে আলোর এবং জীবনের |

(এছাড়াও দেখুন: বাতিদান, জীবন, আলো)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3940, H3974, H4501, H5215, H5216, G2985, G3088