bn_tw/bible/other/humiliate.md

2.1 KiB

অবমানিত, অপদস্থ, অপমানকর

ঘটনা:

“ “অবমানিত” শব্দটি কোনো একজন অন্যজনকে লজ্জিত করা বা তার মর্যাদাহানি করা৷ এটা সর্বসাধারণের সম্মুখে করা হয়৷ কাউকে লজ্জিত করাকে বলে “অপমান করা৷”

  • যখন ঈশ্বর কাউকে নম্ব্র করেন তার মানে এই যে তিনি একজন গর্বিত লোককে তার গর্বের চূড়ায় পৌছাতে অসমর্থ করা৷ কাউকে আঘাত করা থেকে অপমান করা এটা হলো সম্পূর্ণ আলাদা৷
  • “অপমান” শব্দটি এভাবেও অনুবাদ করা যায় যেমন, “লজ্জা” বা “লজ্জিত হবার কারণ” বা “বিব্রত করা৷”
  • এটা পৃষ্ঠভূমির ওপর নির্ভর যোগ্য, “অপমান” কথাটি এভাবেও অনুবাদ করা যায় “লজ্জা” বা “অধঃপাতিত” বা “নিচু করা৷”

(অবশ্য দেখুন: নিচু দেখানো,,নম্ব্র, লজ্জা)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H937, H954, H1421, H2778, H2781, H3001, H3637, H3639, H6030, H6031, H6256, H7034, H7043, H7511, H7817, H8216, H8213, H8217, H8589, G2617, G5014