bn_tw/bible/kt/humble.md

3.3 KiB

নম্ব্র, অবনমিত হওয়া, হতমান, নম্ব্রতা

বর্ণনা:

“নম্ব্র” শব্দটি একজন ব্যাক্তির সম্পর্কে বলে যিনি নিজের থেকেও অন্যদের কথা চিন্তা করে৷ সে গর্বিত বা অহংকারী নয়৷ নম্ব্রতা হলো মানুষের নম্ব্র স্বভাবের গুন৷

  • ঈশ্বরের কাছে নম্ব্র হওয়া মানে বুঝতে হবে এক দুর্বলতা এবং তুলনা মূলক ভাবে৷ ঈশ্বরের মহানতা, জ্ঞান, সম্পূর্ণতার কাছে এক অসম্পুর্ণতা৷
  • যখন এক ব্যাক্তি নিজের কাছে অবনমিত হয়, সে নিজেকে অত্যান্ত নগন্য মনে করে৷
  • নম্ব্রতা হলো নিজের প্রয়োজনকে তুচ্ছ করে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া৷
  • নম্ব্রতা মানে অবশ্য বিনয়ীভাবে সেবা করা তালন্ত ও দক্ষতা সহকারে৷
  • বাক্যাংশ “নম্ব্র হওয়া” এভাবেও অনুবাদ করা যায় যেমন, “গর্ব করনা৷”
  • “নিজেকে ঈশ্বরের সম্মুখে নম্ব্র কর” এভাবেও অনুবাদ করা যেতে পারে যেমন, “নিজের ইচ্ছাকে ঈশ্বরের নিকটে সমর্পণ কর, তাঁর মহানতাকে চিনে নাও৷”

(অবশ্য দেখুন: গর্ব)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 17:02 দায়ুদ ছিলেন একজন নম্ব্র এবং ধার্মিক ব্যাক্তি যে ঈশ্বরকে বিশ্বাস করতেন ও বাধ্য থাকতেন৷
  • 34:10”ঈশ্বরের ইচ্ছা” প্রত্যেকে নম্ব্র হোক যারা গর্ব করে, এবং তিনি তাদের উচ্চিকৃত করবেন যারা নিজেকে অবনত করবে৷

শব্দ তথ্য:

  • Strong's: H1792, H3665, H6031, H6035, H6038, H6041, H6800, H6819, H7511, H7807, H7812, H8213, H8214, H8215, H8217, H8467, G858, G4236, G4239, G4240, G5011, G5012, G5013, G5391