bn_tw/bible/other/gold.md

3.3 KiB

সোনা, সোনালী

সংজ্ঞা

সোনা একটি হলুদ ও উন্নতমানের ধাতু যা গয়না ও ধর্মীয় জিনিসপত্র তৈরী করতে ব্যবহার হয়৷ প্রাচীনকালে এটি সবথেকে মূল্যবান ধাতু ছিল৷

  • বাইবেলের সময়, বিভিন্ন ধরনের জিনিসপত্রকে কঠিন সোনা দিয়ে বানানো হত বা, সেই সমস্ত বস্তুগুলিকে পাতলা সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হত৷
  • এই সমস্ত বিষয়বস্তু একইসঙ্গে কানের দুল ও অন্যান্য গয়না, মূর্তি, বেদী এবং অন্যান্য বস্তু যাকিছু সমাগম তাঁবুতে বা মন্দিরে ব্যবহার করা হত, যেমন নিয়ম সিন্দুক৷
  • পুরাতন নিয়মের সময়, বেচা ও কেনার সময় সোনার ব্যবহার করা হত৷ তুলাযন্ত্রে পরিমাপ করে এর মুল্য নির্ধারণ করা হত৷
  • পরবর্তী সময়ে, সোনা ও অন্যান্য ধাতু যেমন রুপো পয়সা বানানোর জন্য ব্যবহার করা হত যা বেচা ও কেনায় ব্যবহার হত৷
  • যখন কোনো কিছুকে উল্লেখ করা হয় যা পুরু সোনা দিয়ে তৈরী নয়, কিন্তু কেবলমাত্র মোটা সোনার পাতে মোড়া, তখন, “সোনালী,” বা, “সোনা দিয়ে মোড়া, ”সোনা দিয়ে আবৃত” এই সমস্ত শব্দও ব্যবহার করা যেতে পারে৷
  • অনেক সময় একটি বস্তুকে “সোনালী রঙের” বলে উল্লেখ করা হয়েছে, তার মানে হল এটিরও সোনার মত হলুদ রঙ আছে, কিন্তু হয়ত বাস্তবে সেটি সোনা দিয়ে তৈরী নয়৷

(একই সঙ্গে দেখুন: বেদী, নিয়ম সিন্দুক, মিথ্যা ঈশ্বর, রুপো, সমাগম তাঁবু, মন্দির)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1220, H1222, H1722, H2091, H2742, H3800, H4062, H5458, H6884, H6885, G5552, G5553, G5554, G5557