bn_tw/bible/other/glean.md

2.6 KiB

অবশিষ্ট ফসল, অবশিষ্ট ফসলগুলি, অবশিষ্ট ফসল সংগ্রহ, অবশিষ্ট ফসল সংগ্রহ করা

সংজ্ঞা

“অবশিষ্ট ফসল” শব্দটির অর্থ হল একটি ক্ষেত বা, কোনো ফলের বাগানের মধ্য দিয়ে যাওয়া এবং অবশিষ্ট ফসল বা ফল যা চাষীরা রেখে গিয়েছে তা সংগ্রহ করা৷

  • ঈশ্বর ইস্রায়েলীয়দের বলেছিলেন যে সেই সমস্ত অবশিষ্ট ফসল যেন বিধবা, গরিব লোকদের ও বিদেশীদের জন্য রেখে দেওয়া হয় যাতে তারা তাদের নিজেদের খাদ্য যোগার করতে পারে ৷
  • অনেক সময় আবার জমির মালিক সেই সমস্ত অবশিষ্ট ফসল সংগ্রহকারীদের সরাসরিভাবে অনুমতি দিতেন চাষীদের পিছন পিছন গিয়ে ফসল কুড়াতে যাতে তারা প্রচুর শস্য সংগ্রহ করতে পারে৷
  • রুথের গল্পে আমরা এর সবথেকে ভালো উদাহরণ পাই যে, তাঁকে অনুমতি দেওয়া হয়েছিল তাঁর আত্মীয় বোয়াসের ক্ষেতে চাষীদের সঙ্গে ফসল সংগ্রহ করার৷
  • "অবশিষ্ট ফসল” শব্দটিকে অন্যভাবে অনুবাদ করা যেতে পারে, “তুলে নেওয়া” বা, “জড়ো করা” বা, “সংগ্রহ করা৷”

(একই সঙ্গে দেখুন: বোয়াস, শস্য, ফসল, রুথ)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3950, H3951, H5953, H5955