bn_tw/bible/other/harvest.md

3.1 KiB
Raw Permalink Blame History

ফসল, ফসল, ফসল কাটা হয়েছে,, ফসল কাটা হচ্ছে, চাষকারী, চাষকারীগণ

সংঘা :

“ফসল” এই কথা টি বোঝানো হয় উদ্ভিত থেকে পাকা ফল বা সবজি সংগ্রহ যখন তারা বেড়ে উঠে ।

  • ফসল কাটার সময় সাধারণত হয়ে থাকে প্রতেক ঋতুর শেসে.
  • ইস্রায়েল রা “ ফসল কাটার উত্সব” বা “ ফসল তলার উত্সব” পালন করতো এক উত্সব হিসেবে যখন ফসল পাকত । ঈশ্বর আদেশ দিয়েছিল মাঠের প্রথম শস্য বলিদান হিসেবে তার কাছে নিয়ে আসতে ।
  • অন্য অলংকারি ভাবে এই শব্দতি “ ফসল” মানে লোকে জিসুর কাছে এসে তাকে বিশ্বাস করতে পারে বা একজন বেক্তির আধ্যাতিক বৃদ্ধির কথা বলা হয়েছে ।
  • আধ্যাতিক ফসল ফলনের ধারনা ঈশ্বরের চরিত্তের গুনাবলী একটি ছবি হিসেবে ফলের রূপক চরিত্বের ছবি তুলে ধরা হয় ।

অনুবাদ প্রসঙ্গ :

  • এই সবচেয়ে ভালো অনুবাদ ফসল সংগ্রহের জন্য যেই শব্দতি বাবহার করা হয় তা সাধারণত ভাষা ।
  • ফসল সংগ্রহের সময় হিসেবে বাবহার করা যেতে পারে “ ফসল সংগ্রহের সময় বা “ ফসল তলার সময়” বা “ ফসল বাছাই করার সময়”
  • ক্রিয়াপদটি “ ফসল”এই ভাবে অনুবাদ করা যেতে পারে “ জড়ো করা” বা “ তুলে নেওয়া” বা “সংগ্রহ করা”

(আরো দেখো : প্রথম ফসল, উত্সব

বাইবেলের পদগুলো :

শব্দ তথ্য:

  • Strong's: H2758, H7105, G2326, G6013