bn_tw/bible/other/bread.md

4.5 KiB

রুটি

সংজ্ঞা:

রুটি হল একটা খাবার যা তৈরী হয় ময়দার সঙ্গে জল এবং তেল মিশিয়ে মাখা ময়দার তাল করে | মাখা ময়দার তাল তারপর আকৃতি নেয় একটা রুটির এবং শেঁকা হয় |

  • যখন “রুটি” শব্দটা নিজে থেকে ওঠে, এটার মানে “এক টুকরো রুটি |”
  • ময়দার তাল সাধারনত তৈরী হয় কোনকিছু দিয়ে যা এটাকে বাড়ায়, যেমন তাড়ী/খামির |
  • রুটি তাড়ী/খামির ছাড়াও তৈরী করা যায়, যাতে এটা বাড়তে না পারে | বাইবেলে এটাকে বলা হয় “তাড়ীশুন্য রুটি” এবং যিহুদীদের নিস্তার পর্বের খাবারের জন্য ব্যবহিত হয় |
  • যেহেতু বাইবেল কালীন সময়ে বেশিভাগ লোকেদেরই প্রধান খাদ্য ছিল রুটি, এই শব্দটা সাধারণভাবে খাবারের জন্য বাইবেল ব্যবহার করা হত | (দেখুন: লক্ষনা
  • "উপস্থিতির রুটি" শব্দটির উল্লেখ করে, বারোটা রুটি যা ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান হিসাবে আবাসে বা মন্দিরের নির্মাণে একটি সুবর্ণ টেবিলে রাখা হয়েছিল| এই রুতিগুলি ইস্রায়েলের বারো গোষ্ঠির প্রতিনিধিত্ব করে এবং এগুলি শুধুমাত্র পুরোহিতদের খাওয়ার জন্য ছিল | এটি এভাবেও অনুবাদ করাযায় যে “রুটি দেখায় যে ঈশ্বর তাদের মধ্যেই বাস করেন|”
  • রূপক শব্দ “স্বর্গীয় খাদ্য” উল্লেখ করে একটা বিশেষ সাদা খাবারের যাকে “মান্না” বলা হয়, যা ঈশ্বর ইস্রায়েলীদের প্রদান করেছিলেন যখন তারা মরুভূমির মধ্য দিয়ে ঘুরে বেড়াছিল |
  • যীশুও নিজেকে বলে ছিলেন “খাদ্য যা স্বর্গ থেকে নেমে আসে” এবং সেই “জীবন খাদ্য |”
  • যখন যীশু ও তাঁর শিষ্যরা তাঁর মৃত্যুর আগে নিস্তারপর্বের ভোজ একসঙ্গে খাচ্ছিলেন, তখন তিনি খামিরবিহীন নিস্তারপর্বের রুটির সঙ্গে তার দেহের তুলনা করেছিলেন, যা ক্রুশে আহত ও নিহত হয়েছিল |
  • অনেক সময় “রুটি” শব্দটা আরও সাধারনভাবে “খাদ্য” হিসাবে অনুবাদ করা যেতে পারে |

(এছাড়াও দেখুন : নিস্তারপর্ব, আবাস, মন্দির, তাড়ীশুন্য রুটি, খামির)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H2557, H3899, H4635, H4682, G106, G740, G4286