bn_tw/bible/names/zoar.md

1.5 KiB

সোযর

তথ্য:

সোযর একটি ছোট শহর ছিল যেখানে লোট পালিয়ে গিয়েছিলেন যখন ঈশ্বর সদোম ও ঘমোরাকে ধ্বংস করেছিলেন।

  • এটি পূর্বে "বেল্লা" নামে পরিচিত ছিল কিন্তু লূট এই "ছোট" শহরটি অব্যাহতি দেত্তয়া জন্য ঈশ্বরকে বলার পর, "সোযর" নামকরণ করা হয়।
  • সোযর জর্ডান নদীর সমভূমিতে বা মৃত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বলে মনে করা হয়।

(অনুবাদ প্রস্তাবনা: কিভাবে নাম অনুবাদ করবেন)

(আরও দেখুন: লোট, সদোম, ঘোমোরাh)

বাইবেল তথ্য সূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H6820