bn_tw/bible/names/gomorrah.md

2.3 KiB

ঘমোরা

বিষয়বস্তু

ঘমোরা একটি শহর ছিল যা সদোমের কাছে এক উর্বর উপত্যকাতে অবস্থিত ছিল, যে জায়গা অব্রাহামের ভাইপো লোট বসবাসের জন্য বেছে নিয়েছিল৷

  • সদোম ও ঘমোরার প্রকৃত অবস্থান অজ্ঞাত, কিন্তু এই ধরনের ইঙ্গিত পাওয়া যায় যে এই জায়গাগুলি লবন সমুদ্রের দক্ষিন দিকে, সিদ্দীম উপত্যকার কাছে অবস্থিত ছিল৷
  • যেখানে সদোম ও ঘমোরা ছিল সেখানে অনেক রাজা ছিল যারা সেই প্রদেশে যুদ্ধ করেছিল৷
  • যখন সদোম ও অন্যান্য শহরগুলির মধ্য বচসার জন্য লোট ও তাঁর পরিবারকে বন্দী করা হয়, তখন অব্রাহাম ও তাঁর লোকেরা তাঁকে উদ্ধার করেছিল৷
  • তার কিছুদিন পরেই ঈশ্বর সদোম ও ঘমোরাকে ঈশ্বর সেখানের লোকদের মন্দতার জন্য ধ্বংস করেছিলেন৷

(অনুবাদের আভাস: কেমনভাবে নামের অনুবাদ করতে হয়)

(একইসঙ্গে দেখুন: অব্রাহাম , ব্যবিলন, [লোট, লবন সমুদ্র, সোদম)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H6017