bn_tw/bible/names/shinar.md

1.8 KiB

শিনিয়র

তথ্য:

শিনিইর মানে “দুই নদীর দেশ” এবং দক্ষিণ মেসোপটেমিয়ায় একটি সমভূমি বা অঞ্চলের নাম.

  • পরে শিনিয়র "কলদীয়" এবং তারপর "ব্যাবিলন" হিসাবে পরিচিত হয়ে ওঠে.
  • শিনিয়রের সমতলভূমিতে বাবিল শহরে বসবাসকারী প্রাচীনরা নিজেদেরকে মহান চেষ্টা করার জন্য একটি লম্বা মিনার তৈরি করেছিল.
  • কিছু বংশ পরে, যিহূদী কুলপতি অব্রাহাম এই অঞ্চলে উর শহরে বাস করতেন, সেই সময়ে "কলদিয়া" বলা হতো."

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: আব্রাহাম, বাবিল, বাবিল, কলদিয়, মেসোপটেমিয়া, কুলপতি, উর)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H8152