bn_tw/bible/other/patriarchs.md

1.7 KiB

প্রবীণতম বাসিন্দা/কুলপতি, গোষ্ঠীপতি

সংজ্ঞা:

বাইবেলে "কুলপতি" শব্দটি এমন ব্যক্তিদের উল্লেখ করে, যারা ইহুদী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা পূর্বপুরুষ, বিশেষ করে অব্রাহাম, ইসাহাক বা যাকোব ছিলেন.

  • এটি যাকোবের বারোজন পুত্রকেও উল্লেখ করতে পারে যা ইস্রায়েলের ১২ টি গোত্রের ১২ জন কুলপতির সদস্য ছিলেন.
  • শব্দ "কুলপতি" এর "পূর্বপুরুষ" এর অনুরূপ অর্থ রয়েছে, তবে আরো নির্দিষ্টভাবে একটি জনগোষ্ঠীর সবচেয়ে সুপরিচিত পুরুষ পূর্বপুরুষের নেতাদের বোঝায়।

(আরো দেখুন: পূর্বপুরুষ, পিতা, পূর্বপুরুষ)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H1, H7218, G3966