bn_tw/bible/names/ramah.md

1.8 KiB

রামা

তথ্য:

রামাহ ছিল প্রাচীন ইস্রায়েলের শহর জেরুজালেম থেকে প্রায় 8 কিমি দূরে এই অঞ্চলে যেখানে বেঞ্জামিন গোত্র বসবাস করতেন।

  • রমাহ যেখানে সেখানে রাহেল বিন্নামিনকে জন্ম দেওয়ার পর মারা যান.
  • যখন ইস্রায়েলীয়রা বন্দী হয়ে বাবিলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাদের প্রথমে বাবিলএ নিয়ে যাওয়ার আগে রামাতে নিয়ে আসা হয়েছিল।
  • শমুয়েলের মা ও বাবার বাড়ি ছিল রামাতে.

(অনুবাদ প্রস্তাবনাগুলি: কিভাবে নাম অনুবাদ করবেন)

(আরো দেখুন: বিন্নামিন, ইস্রায়েলের বারো গোত্র)

বাইবেল সম্পর্কিত তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H7414, G4471