bn_tw/bible/names/nineveh.md

1.6 KiB

নিনবী, নিনবীয়

ঘটনা:

নিনবী ছিল অশূর দেশের রাজধানী | একজন “নিনবীয়” ছিল এক ব্যক্তি যিনি নিনবীতে বাস করে |

  • ঈশ্বর ভাববাদী যোনাকে পাঠিয়ে ছিলেন নিনবীয়দের তাদের পাপ থেকে ফেরেরা কথা বলেতে, সাবধান করতে | লোকেরা অনুতপ্ত হল এবং ঈশ্বর তাদের ধ্বংস করলেন না |
  • অশূরা পরে ঈশ্বরের সেবা করা বন্ধ করে দিল | তারা ইস্রায়েল রাজ্যকে পরাজিত করল এবং লোকেদের নিনবীতে নিয়ে গেল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে অন্মের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: অশূর,যোনা,অনুতাপ,ফেরা)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5210, G3535, G3536