bn_tw/bible/names/jonah.md

2.0 KiB

যোনা

বর্ণনা :

যোনাছিল পুরাতন নিয়মের একজন ভাববাদী ৷

  • যোনা বইটিতে লেখা আছে সেই ঘটনা যখন ঈশ্বর যোনাকে নীনবিতে লোকেদের মাঝে প্রচার করার জন্য ৷
  • যোনা সেখানে যেতে প্রত্যাক্ষান করে তার বদলে তর্শিশের একটি জাহাজে গিয়ে লুকায় ৷
  • ঈশ্বর সেখানে সেই জাহাজে ঝর তোলেন ৷
  • সে নাবিকদের বলে যে সে ঈশ্বরের থেকে পলায়ন করছে এবং সে তাকে সমুদ্রে ছুড়ে ফেলার জন্য বলছিল ৷ যখন তারা তা করলো আর ঝর থেমে গেল ৷
  • একটি বড় মাছ যোনাকে গিলে ফেলল,এবং তিনি তিন দিন ও তিন রাত সেই মাছের পেটে ছিলেন ৷
  • পরে যোনা নীনবিতে গেল এবং সেখানে লোকেদের কাছে প্রচার করলো আর লোকেরা পাপ হতে মন ফেরালো ৷

(অনুবাদের পরামর্শগুলি: কিভবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন : অবাধ্য, নীনবী, ফেরা)

বাইবেলের পদগুলি :

শব্দ তথ্য:

  • Strong's: H3124, G2495