bn_tw/bible/names/nileriver.md

3.3 KiB

নীলনদ, মিশরের নদী, নীলনদ

ঘটনা:

নীলনদ হল একটা খুব লম্বা এবং চওড়া নদী উত্তর-পূর্ব আফ্রিকার | এটা বিশেষ করে মিশরের প্রধান নদী হিসাবে পরিচিত |

  • নীলনদ মিশরের উত্তর দিক দিয়ে বহে এবং ভুমধ্যসাগরে গিয়ে মেশে |
  • নদীর দুধারে উর্বর জমিতে ভালো ফসল ফলে |
  • বেশিরভাগ মিশরীয় নীলনদীর কাছে বাস করে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ জলের উত্স খাদ্য শস্যের জন্য |
  • ইস্রায়েলীয়রা গোশন প্রদেশে বাস করত, যেটা ছিল খুবই উর্বর কারণ এটা নীলনদের সঙ্গে ছিল |
  • যখন মোশি একটা শিশু ছিল, তার পিতা-মাতা তাকে একটা ঝুড়িতে করে নীলনদের নলখাগড়ার মধ্যে ফৌরনের লোকেদের থেকে লুকিয়ে রেখে ছিলেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: মিশর,গোশন,মোশি)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 08:04 মিশর ছিল একটা বড়, শক্তিশালী দেশ যা নীলনদের কাছে অবস্থিত ছিল |
  • 09:04 ফৌরন দেখলেন যে ইস্রায়েলীয়দের অনেক সন্তান হচ্ছে, তাই তিনি তার সৈন্যদের আদেশ দিলেন ইস্রায়েলীয় সমস্ত ছেলে শিশুদের নীলনদে ফেলে মেরে ফেলতে |
  • 09:06 যখন সেই শিশুর পিতা-মাতা তাকে আর লুকাতে পারল না, তারা তাকে একটা ভাসমান ঝুড়িতে নীলনদীর ধরে নলখাগড়ার মধ্যে রাখলেন, তাকে রক্ষা করার জন্য হত্যা হওয়া থেকে |
  • 10:03 ঈশ্বর নীলনদকে রক্তে পরিনত করেলেন, কিন্তু ফৌরন তখনও ইস্রায়েলীয়দের যেতে দিতে রাজি হল না |

শব্দ তথ্য:

  • Strong's: H2975, H4714, H5104