bn_tw/bible/names/goshen.md

1.9 KiB
Raw Permalink Blame History

গোশন

সংজ্ঞা:

মিশরের উত্তর অংশে নীল নদী বরাবর অবস্থিত একটি উর্বর অঞ্চল যার নাম গোশন।

  • যোষেফ যখন মিশরের একজন শাসক ছিলেন, তখন তার বাবা ও ভাইয়েরা এবং তাদের পরিবার কনানের দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য গোশনে বাস করতে আসে।
  • তারা এবং তাদের বংশধর বছর ধরে গোশনে ভালভাবে জীবন-যাপন করে, কিন্তু তারপর তারা মিশরীয় ফৌরনের দ্বারা দাসত্বের জন্য বাধ্য হয়।
  • অবশেষে ঈশ্বর মোশিকে পাঠিয়েছিলেন ইস্রায়েলীয়দের গোশন দেশ ছাড়তে এবং এই দাসত্ব থেকে বের হয়ে আসতে সাহায্য করেন।

(অনুবাদের আভাস: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(দেখুন: মিশর, দুর্ভিক্ষ, মোশি, নীল নদ)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1657