bn_tw/bible/names/mounthermon.md

1.8 KiB

হর্ম্মোন পর্বত

ঘটনা:

হর্ম্মোন পর্বত লেবানন পর্বতমালার দক্ষিণ প্রান্তে ইস্রায়েলের সর্বোচ্চ পর্বতমালার নাম |

  • এটা গালীল সমুদ্রের উত্তরে অবস্থিত, ইস্রায়েল এবং সিরিয়ার মধ্যবর্তী উত্তর সীমান্তে অবস্থিত |
  • অন্যান্য মানুষের দ্বারা হর্ম্মোন পর্বতকে দেওয়া অন্যান্য নাম ছিল "সিরিয়ন পর্বত" এবং "পর্বত সনীর |"
  • হর্ম্মোন পর্বতের প্রধান তিনটে চূড়া আছে | সর্বোচ্চ চূড়া হল প্রায় 2800 মিটার |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: ইস্রায়েল,গালীল সমুদ্র,সিরিয়া)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2022, H2768, H2769, H8149