bn_tw/bible/names/mizpah.md

1.8 KiB

মিস্পা

ঘটনা:

মিস্পা হল বভিন্ন শহরের নাম যা পুরাতন নিয়মে উল্লেখ করা আছে | এর মানে, “.....................” বা “পাহারার জন্য উঁচু কক্ষ |”

  • যখন দায়ুদ শৌলের দ্বারা অনুধাবিত হচ্ছিল, তিনি তার পিতা-মাতাকে মিস্পায় ছেড়ে গিয়েছিলেন, মোয়াব রাজের সুরক্ষার নিচে রেখে গিয়ে ছিলেন |
  • একটা শহর যাকে মিস্পা বলা হয়, যিহুদা এবং ইস্রায়েল রাজ্যের মধ্যখানের সীমান্তে অবস্থিত ছিল | এটা ছিল একটা প্রধান সৈন্যে ঘাঁটি |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: দায়ুদ,যিহুদা,ইস্রায়েল রাজ্য,মোয়াব,শৌল)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4708, H4709