bn_tw/bible/names/michael.md

2.3 KiB

মীখায়েল

ঘটনা:

মীখায়েল হল ঈশ্বরের সর্ব প্রধান পবিত্রজন, বাধ্য স্বর্গদূত | তিনি একমাত্র স্বর্গদূত যিনি বিশেষ করে উল্লেখিত ঈশ্বরের “প্রধান স্বর্গদূত” হিসাবে |

  • “প্রধান স্বর্গদূত” শব্দটা আক্ষরিক অর্থ “প্রধান স্বর্গদূত” বা “শাসক স্বর্গদূত |”
  • মীখায়েল হল একজন যোদ্ধা যিনি ঈশ্বরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং ঈশ্বরের লোকেদের রক্ষা করেন |
  • তিনি ইস্রায়েলীয়দের পারস্য সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে নেত্রিত্ব দেন | শেষকালীন সময়ে তিনি ইস্রায়েলীয় সৈন্যদের শেষ যুদ্ধে মন্দ শক্তির বিরুদ্ধে নেত্রিত্ব দেবেন, যেমন দানিয়েলের বইয়ে আগেই বলা আছে |
  • বাইবেলে আরও অনেক লোকের নাম দানিয়েল আছে | অনেক মানুষ চিহ্নিত হয়েছে “মীখায়েলের সন্তান” হিসাবে |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: স্বর্গদূত,দানিয়েল,বার্তাবাহক,পারস্য)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4317, G3413