bn_tw/bible/names/mede.md

2.2 KiB

মাদীয়, মাদীয়

ঘটনা:

মাদীয় ছিল একটা প্রাচীন সাম্রাজ্য যা অশূরিয়া এবং ব্যবিলনের পূর্বে, এবং এলম এবং পারস্যের উত্তরে অবস্থিত ছিল | যেসমস্ত লোকেরা এই মাদীয় সাম্রাজ্যে বাস করত তাদের মাদীয় বলা হত |

  • বর্তমানের তুর্কীর, ইরান, সিরিয়া, ইরাক এবং আফগানিস্থানের কিছু অংশ মাদীয় সাম্রাজ্যের অর্ন্তভূক্ত ছিল |
  • মাদীয় সাম্রাজ্য পারস্যের সঙ্গে খুব নিবিড়ভাবে যুক্ত ছিল এবং সেই দুই সাম্রাজ্য যুগ্মভাবে ব্যবিলন সাম্রাজ্যকে জয় করে ছিল |
  • ভাববাদী দানিয়েল ব্যবিলনে বাস করার সময় মাদীয় দারিয়াবসের দ্বারা জ্বিলন হস্তগত হয়েছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: অশুরিয়া,ব্যবিলন,কোরস,দানিয়েল,দারিয়াস,এলম,পারস্য)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4074, H4075, H4076, H4077, G3370