bn_tw/bible/names/manofgod.md

1.7 KiB

ঈশ্বরের লোক

ঘটনা :

অভিব্যক্তি “ঈশ্বরের লোক” হল একটা সম্মানজনক উপায় সদাপ্রভুর ভাববাদীকে উল্লেখ করার | এটা সদাপ্রভুর স্বগদুকেও বোঝানোর জন্য ব্যবহিত হয় |

  • যখন একজন ভাববাদীকে উল্লেখ করা হয়, ইটা এভাবেও অনুবাদ করা যেতে পারে যেমন “একজন ব্যক্তি যিনি ঈশ্বরের” বা “একজন ব্যক্তি যাকে ঈশ্বর মনোনিত করেছেন” বা “একজন ব্যক্তি যিনি ঈশ্বরের সেবা করেন |”
  • যখন স্বর্গদুকে উল্লেখ করা হয় এটা এভাবেও অনুবাদ করা যায় যেমন “ঈশ্বরের অধ্যক্ষ” বা “......” স্বর্গীয় জীব ঈশ্বর থেকে যা দেখতে মানুষের মত |”

(এছড়াও দেখুন: স্বর্গদূত, সম্মান, ভাববাদী)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H376, H430, G444, G2316