bn_tw/bible/names/macedonia.md

2.3 KiB

মাকিদনিয়া

ঘটনা:

নতুন নিয়মের সময়, মাকিদনিয়া ছিল একটা রোমান প্রদেশ যা প্রাচীন গ্রীসের উত্তরে অবস্থিত |

  • কিছু গুরুত্বপূর্ণ মাকিদনিয়ান শহর বাইবেলে উল্লেখ আছে সেগুলো হল বিরয়া, ফিলিপী এবং থিষলনীকী |
  • একটা দর্শনের দ্বারা, ঈশ্বর পৌলকে বলেছিলেন মাকিদনিয়ায় সুসমাচার প্রচার করতে |
  • পৌল এবং তার সহকর্মীরা মাকিদনিয়ায় গেলেন এবং সেখানকার লোকেদের যীশুর বিষয় শিক্ষা দিলেন এবং নতুন বিশ্বাসীদের বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করলেন |
  • বাইবেলে কিছু চিঠি যা পৌল লিখেছিলেন মাকিদনিয়া শহর ফিলিপী এবং থিষলনীকী বিশ্বাসীদের |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: বিশ্বাস, বিরয়া,বিশ্বাস, সুসমাচার, গ্রীস, ফিলিপী, থিষলনীকী)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G3109, G3110