bn_tw/bible/names/berea.md

1.7 KiB

বিরয়া

প্রকৃত ঘটনা:

নতুন নিয়মের সময়ে, বিরয়া (বা বিরোয়া) ছিল মাকিদনিয়ার দক্ষিন-পূর্বের এক মূল্যবান গ্রীক শহর, থিষলনীকীয়ের দক্ষিনে প্রায় 80 কিলোমিটার |

  • থিষলনীকীয়া থেকে পৌল এবং সীল বিরয়া শহরে পালিয়ে গিয়ে ছিল তাদের সহ খ্রীষ্টানদের সাহায্যে, যেখানে কিছু যিহুদী যারা তাদের সমস্যার কারণ হয়েছিল |
  • যখন বিরয়ার লোকেরা পৌলের প্রচার শুনলো, তারা শাস্ত্রবাক্যে অনুসন্ধান করল নিশ্চিত করতে যে সে যা তাদের বলছে তা সত্য |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: মাকিদনিয়া, পৌল, সীল, থিষলনীকীয়া)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G960