bn_tw/bible/names/kedar.md

1.9 KiB
Raw Permalink Blame History

কেদর

ঘটনা

কেদর ছিল ইস্মায়েলের দ্বিতীয় পুত্র ৷ এটি একটি গুরুত্বপূর্ণ শহর ও ছিল, যা সম্ভবত তার নাম অনুসারে হয়েছিল ৷

  • কেদর শহরটি আরবের উত্তরাংশের কাছে পলেস্টীয় দক্ষিন সীমান্তে অবস্থিত ৷ বাইবেলের সময়ে, এটি তার মহানতা ও সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল ৷
  • যখন কেদর বংশধরেরা এক বিপুল আকার নিল তখন তাকেও “কেদর” বলা হতো৷
  • বাক্যাংশ “কেদরের কালো তাঁবু” বলতে বোঝায় কালো ছাগলের চুল দিয়ে বানানো তাঁবু যেখানে কেদর বংশধরের বাস করত ৷
  • এই লোকেরা মেষ এবং ছাগল সংগৃহীত করত ৷ তারা উট কে পরিবহন রূপে ব্যাবহার করত ৷
  • বাইবেল বাক্যাংশ, “কেদরের মহিমা” বলতে বোঝায় শহরটির ও তার লোকেদের মহানতা ৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ করা হয়)

দেখুন :আরব, ছাগল, ইস্মায়েল, বলিদান )

বাইবেল পদ :

শব্দ তথ্য:

  • Strong's: H6938