bn_tw/bible/names/jezreel.md

2.1 KiB

যিশ্রিয়েল, যিশ্রিয়েলীয়

বর্ণনা :

যিশ্রিয়েল ছিল ইস্রায়েলের এক গুরুত্বপূর্ণ শহর যা ইসাখর গোষ্ঠির প্রদেশ ছিল, এটির অবস্থান ছিল দক্ষিন-পশ্চিম লবন হ্রদের নিকটে ৷

  • যিশ্রিয়েল শহরটি মগিদ্দো সমভূমির পশ্চিমী কেন্দ্রে, যাকে “যিশ্রিয়েল উপত্যকাও” বলা হতো ৷
  • ইস্রায়েলের বহু রাজাদের বসতি ছিল এই যিশ্রিয়েল শহরে ৷
  • নবোত এর দ্রাক্ষা ক্ষেত্রটিও ছিল রাজা আহাবের প্রাসাদ যিশ্রিয়েলে ভাববাদী ইলিসা তার ভাববাণী বলেছিলেন সেখানেই ৷
  • আহাবের স্ত্রী ঈষেবলকে হত্যা করা হয় এই যিশ্রিয়েলে ৷
  • আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এই শহরে, অনেক যুদ্ধ ও হয়েছিল এখানে ৷

(অবশ্য দেখুন: আহাব, ইলিসা, ইসাখর, যিশ্রিয়েল, প্রাসাদ, লবন হ্রদ)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3157, H3158, H3159