bn_tw/bible/names/jamessonofalphaeus.md

1.7 KiB

যাকোব (আলফেয়ের পুত্র)

ঘটনা :

যাকোব, আলফেয়ের পুত্র, যিনি যীশুর বারোজন প্রেরিতের মধ্যে এক প্রেরিত ছিলেন ৷

  • যীশুর শিষ্যদের নামের তালিকার মধ্যে তার নাম দেওয়া হয়েছে মথি, মার্ক, এবং লুক বইতে ৷
  • প্রেরিত নামক বইটিতেও তার নাম উল্লেখ করা হয়েছে সেই এগারো জন শিষ্যর মধ্যে একজন যে কিনা জেরুসালেমে যীশুর স্বর্গারোহনের পর এক সাথে প্রার্থনায় রত ছিলেন ৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ হয়)

(অবশ্য দেখুন: প্রেরিত, শিষ্য, যাকোব (যীশুর ভাই), যাকোব (সিবদিয়ের পুত্র, বারোজন)

বাইবেলের পদসমূহ :

শব্দ তথ্য:

  • Strong's: G2385