bn_tw/bible/names/jamesbrotherofjesus.md

2.1 KiB

যাকোব (যীশুর ভাই)

ঘটনা:

যাকোব ছিল মরিয়ম ও যোসেফের পুত্র ৷ তিনি ছিলেন যীশুর এক ছোট ভাই যে কিনা অন্য পিতার সন্তান ৷

  • যীশুর সম ভাইদের নাম হলো যোসেফ, যিহুদা ও সিমন ৷
  • যীশুর জীবদ্দশায় যাকোব ও তার ভাইয়েরা যীশুকে মসীহরূপে বিশ্বাস করেনি ৷
  • পরে, যীশু যখন মৃতদের মধ্য হতে পুনরায় বেঁচে উঠলেন, তখন যাকোব তাঁকে বিশ্বাস করলেন এবং পরে তিনি যেরুসালেমে মন্ডলীর পালক হলেন৷
  • নতুন নিয়মের পত্র যাকোব যেখানে যাকোব লিখেছেন সেই সব খ্রীষ্টানদের যারা তাড়িত হয়ে নিজের দেশ থেকে পালিয়েছিলেন ৷

(অনুবাদের পরামর্শ :কিভাবে নামের অনুবাদ হয়)

(অবশ্য দেখুন: প্রেরিত, খ্রীষ্ট, মন্ডলী, জিহুদা যাকোবের পুত্র, তাড়না)

বাইবেলের পদসমূহ :

শব্দ তথ্য:

  • Strong's: G2385