bn_tw/bible/names/houseofdavid.md

1.9 KiB

দায়ূদের বাড়ি

ঘটনা:

“দায়ূদের বাড়ি” এই শব্দসমষ্ঠি বলতে দায়ূদের পরিবার বা তার বংশধরদের বোঝায় ৷

  • এটা এভাবেও অনুবাদ করা যায় যেমন, “দায়ূদের বংশধর” বা “দায়ূদের পরিবার” বা “রাজা দায়ূদের বংশ৷”
  • কারণ যীশু ছিলেন দায়ূদের বংশজাত, তিনি ছিলেন “দায়ূদের বাড়ির” একজন অংশীদার৷
  • কখনো “দায়ূদের বাড়ি” বা “দায়ূদের পরিবার” বলতে দায়ূদের পরিবারের লোকজন এখনো বেঁচে আছেন৷
  • অন্য সময় এই শব্দগুলি আরো বেশী সাধারণ এবং অন্যদের সকল বংশধরদের বোঝায় যারা মৃত৷

(অনুবাদের পরামর্শ্য: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: [দায়ুদ, বংশধর, বাড়ি, যীশু, রাজা)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1004, H1732, G1138, G3624