bn_tw/bible/names/horeb.md

2.5 KiB

হোরেব

বর্ণনা:

হোরেব পর্বতের আরেকটি নাম হলো সিনয় পর্বত, যেখানে ঈশ্বর মোশীকে পাথরের পাটায় দশাজ্ঞা দিয়েছিলেন৷

  • হোরেব পর্বতকে “ঈশ্বরের পর্বতও” বলে৷
  • হোরেব হলো সেই পর্বত যেখানে মোশী মেষ চরাতে এসে জলন্ত ঝোপ দেখেছিলেন৷
  • হোরেব পর্বত হলো সেই স্থান যেখানে ঈশ্বর প্রকাশ করেছিলেন তাঁর আজ্ঞা ইস্রায়েলিয়দের কাছে তাঁর লিখিত পাথরে দশ আজ্ঞা দ্বারা৷
  • এটা সেই স্থান যেখানে পরে ঈশ্বর মোশীকে জলের জন্য পাথরে আঘাত করার জন্য বলেছিলেন যখন ইস্রায়েলীয়রা প্রান্তরে মরুভূমিতে ছিল৷
  • এই পর্বতের প্রকৃতি অবস্থান জানা যায় না, তবে হতে পরে এটাবর্তমানে যার নাম সিনয় উপদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত৷
  • এটা হতে পরে যে “হোরেব” এর আসল নাম পর্বত এবং “সিনয় পর্বত” যার সাধারণ মানে “সিনয় পর্বত মালা,” তার মানে হলো এটাই যে পর্বত হোরেব সিনয় মরুভূমিতে অবস্থিত ছিল৷

(অবশ্য দেখুন: আজ্ঞা, ইস্রায়েল, সিনয়, দশ আজ্ঞা)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H2722