bn_tw/bible/names/hittite.md

2.6 KiB

হিত্তীয়, হিত্তীয়গণ

বর্ণনা:

হিত্তীয়রা ছিল হামের পুত্র কনানের বংশধর৷ তাদের সাম্রাজ্য অনেক বড় ছিল যা বর্তমানে তুর্কি এবং উত্তর প্যালেষ্টাইন৷

  • আব্রাহাম হিত্তীয় ইফ্রনের কাছ থেকে একটুকরো জমি কিনেছিলেন যাতে তার মেইত স্ত্রী সারাকে এক গুহাতে কবর দিতে পারেন৷ ঘটনাচক্রে আব্রাহাম এবং তার বংশধরদেরও সেই গুহাতেই কবর দেওয়া হয়েছিল৷
  • এষৌর পিতা মাতা অত্যান্ত দুঃক্ষিত ছিল যখন সে দুজন হিত্তীয় মেয়েকে বিয়ে করেন৷
  • দায়ূদের একজন শক্তিশালি মানুষ ছিল যার নাম হিত্তীয় ঊরিয় ছিল৷
  • সলোমন কয়েকজন বিদেশী মেয়েদের বিয়ে করেন তারা হিত্তীয় ছিল৷ এই বিদেশী মেয়েরা সলোমনের মনকে সদাপ্রভুর থেকে সরিয়ে দেয় কারণ তারা মূর্তি পুজারী ছিল৷
  • হিত্তীয়রা প্রায় সময় ইস্রায়েলিয়দের শারীরিক ও আত্মিক ভাবে হুমকি দিত৷

(অবশ্য দেখুন: বংশধর, এষৌ, বিদেশী, হাম, শক্তিশালী, সলোমন, ঊরিয়)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H2850