bn_tw/bible/names/herodias.md

1.6 KiB

হেরোদিয়া

ঘটনা

হেরোদিয়া ছিল যিহুদীয়ার হেরোদ অন্তিপাসের স্ত্রী যোহন বাপ্তিস্ম দাতার সময়ে৷

আসলে হেরোদিয়া ছিল হেরোদ অন্তিপাসের ভাই ফিলিপের স্ত্রী, কিন্তু পরে সে বেআইনি ভাবে হেরোদ অন্তিপাস কে বিয়ে করেন৷

  • বাপ্তিষ্মদাতা যোহন হেরোদ ও হেরোদিয়ার এই অবৈধ বিয়ের তিরস্কার করেন৷ সেই কারনে, হেরোদ তাকে জেলে রেখেছিলেন এবং হেরোদিয়ার জন্য অবশেষে তাকে ধরচ্ছেদ করেছিলেন৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: হেরোদ অন্তিপাস, যোহন (বাপ্তিষ্মদাতা))

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: G2266