bn_tw/bible/names/herodantipas.md

2.4 KiB

হেরোদ, হেরোদ অন্তিপাস

ঘটনা

যীশুর জীবনের বেশির ভাগ সময়, হেরোদ অন্তিপাস ছিল রোমান সাম্রাজ্যের অন্তর্গত গালীল প্রদেশ শাসন কর্তা৷

  • তার পিতা মহান হেরোদের মতই, অন্তিপাসকে রাজা বলা হতো যদিও তিনি আসল রাজা ছিলেন না
  • হেরোদ অন্তিপাস রোমান সাম্রাজ্যর এক চতুর্থাংশ শাসন করতেন সুতরাং তাকে “তাঁবেদার রাজা” বলতো৷
  • অন্তিপাস “হেরোদ” যে বাপ্তিষ্মদাতা যোহনকে গোলা কেটে মারার আদেশ দিয়েছিল৷
  • ইনিই সেই হেরোদ অন্তিপাস যে যীশুকে ক্রুশে দেবার পূর্বে প্রশ্ন করে৷
  • নতুন নিয়মের অন্য হেরোদরা ছিল অন্তিপাসের পুত্র (আগ্রিপ্পা) এবং তার নাতি (আগ্রিপ্পা ২) যিনি প্রেরিতদের সময়ে শাসন করতেন৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: ক্রুশারুপিত, হেরোদ মহান, যোহন (বাপ্তিষ্মদাতা), রাজা, রোম)

বাইবেলের পদগুলি

শব্দ তথ্য:

  • Strong's: G2264, G2265, G2267