bn_tw/bible/names/gibeah.md

1.3 KiB

গিবিয়া

বিষয়বস্তু

গিবিয়া একটি শহর ছিল এবং যা যিরুশালেমের উত্তর দিকে ও বৈথেলের দক্ষিনদিকে অবস্থিত ছিল৷

  • গিবিয়া ছিল বিন্যামীন গোষ্টির অধীনস্ত এলাকা৷
  • এটি সেই জায়গা যেখানে বিন্যামীনিয়দের ও ইস্রায়েলের মধ্য এক বড় যুদ্ধ হয়েছিল৷

(অনুবাদের আভাস: কেমনভাবে নামের অনুবাদ করতে হয়)

(একই সঙ্গে দেখুন: বিন্যামীন, বৈথেল, যিরুশালেম)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1387, H1389, H1390, H1394