bn_tw/bible/names/engedi.md

1.7 KiB

ঐন গদি

বর্ণনা:

ঐন গদি যিরুশালেমের দক্ষিণপূর্ব দিকের যিহূদার প্রান্তরের এক শহর ছিল|

  • ঐন গদি লবণ সমুদ্রের পশ্চিম তীরে অবস্থিত|
  • এর নামের অংশের অর্থ “ঝরনা” বলতে জলের প্রস্রবণকে বোঝায় যা শহর থেকে সমুদ্রের মধ্যে বয়ে যায়|
  • ঐন গদি সুন্দর দ্রাক্ষাক্ষেত ও উর্বর জমি থাকার জন্য পরিচিত ছিল, সম্ভবত ঝরনার জলের দ্বারা ক্রমাগত জল থাকার কারণে|
  • ঐন গদিতে দুর্গ ছিল যেটা থেকে দায়ূদ পালিয়ে গিয়েছিল যখন শৌল রাজার দ্বারা তাড়িত হয়েছিলেন|

(আরো দেখো: দায়ূদ, প্রান্তর, ঝরনা, যিহূদা, বিশ্রাম, লবণ সমুদ্র, শৌল, দুর্গ, দ্রাক্ষাক্ষেত)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H5872