bn_tw/bible/names/eden.md

1.7 KiB

এদোন, এদোন উদ্যান

তথ্য:

প্রাচীনকালে, এদোন ছিল একটা এলাকা যা একটা উদ্যান ছিল যেখানে ঈশ্বর প্রথম পুরুষ এবং মহিলাকে বসবাসের জন্য রেখেছিল|

  • উদ্যান যেখানে আদম ও হবা এদোনের এক অংশে ছিল
  • এদোনের অঞ্চলের সঠিক জায়গা নির্দিষ্ট না, কিন্তু এর মধ্যে দিয়ে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী বয়ে চলত|
  • “এদোন” শব্দটি ইব্রীয় শব্দ থেকে এসেছে যার অর্থ “এর মধ্যে মহা আনন্দ নিতে”

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলি অনুবাদ হবে)

(আরো দেখো: আদম, ইউফ্রেটিস)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H5729, H5731