bn_tw/bible/names/adam.md

3.9 KiB

আদম

প্রকৃত ঘটনা :

আদম ছিল প্রথম ব্যক্তি যাকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন | * সে এবং তার স্ত্রী হবা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরী হয়েছিল |

  • ঈশ্বর আদমকে ধুলো থেকে বানিয়ে ছিল এবং তার ভিতরে প্রাণবায়ু দিয়েছিল |
  • আদমের নাম হিব্র্রু শব্দ “লাল ধুলো” বা “মাটি” র অনুরূপ |
  • “আদম” নামটা পুরাতন নিয়মের শব্দ “মানবজাতি” বা “মানুষ” এটা এক |
  • সমস্ত মানুষ আদম এবং হবার বংশধর |
  • আদম এবং হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিল | * এটাই তাদের ঈশ্বরের থেকে বিচ্ছেদ ঘটে এবং পাপের কারণ হয়ে ওঠে এবং পৃথিবীতে মৃত্যু নিয়ে আসে |

(অনুবাদ পরামর্শ : কীভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: মৃত্যু, বংশধর, হবা, ঈশ্বরের প্রতিমূর্তি, জীবন)

বাইবেল তথ্যসূত্র :

বাইবেলের গল্পের থেকে উদাহরণ :

  • 01:09 তখন ঈশ্বর বললেন, “এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মানুষ তৈরী করি |”
  • 01:10 এই মানুষের নাম ছিল_আদম_| ঈশ্বর একটি বাগান রোপণ করেন যেখানে আদম বাস করতে পারে, এবং তাকে সেখানে রাখেন বাগানটা দেখাশুনার জন্য ।
  • 01:12 তখন ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভালো নয় |” কিন্তু পশুই আদমের সাহায্য কারী হতে পারল না |
  • 02:11 এবং ঈশ্বর আদম ও হবাকে পশুর চামড়ার তৈরী কাপড় পরালেন |
  • 02:12 তাই ঈশ্বর আদম ও হবাকে সেই সুন্দর বাগান থেকে তাড়িয়ে দিয়েছিলেন |
  • 49:08 যখন আদম ও হবা পাপ করল, তার প্রভাব সমস্ত বংশধরের পড়ল |
  • 50:16 কারণ আদম ও হবা ঈশ্বরের অবাধ্য হয় এবং পৃথিবীতে পাপ নিয়ে আসে, তাই ঈশ্বর এটাকে অভিশাপ দেয় এবং ধ্বংস করার সিধান্ত নেয় |

শব্দ তথ্য:

  • Strong's: H120, G76