bn_tw/bible/names/delilah.md

1.5 KiB

দলীলা

তথ্য:

দলীলা একজন পলেষ্টীয় স্ত্রীলোক ছিলেন, যিনি শিম্শোনকে ভালোবাসতেন, কিন্তু তার স্ত্রী ছিলেন না.

  • দলীলা শিমসনের থেকে টাকাকে ভালো বাসতেন.
  • পলেষ্টীয়রা শিম্শোনকে কীভাবে দুর্বল করে তুলতে পারে সে সম্পর্কে বলার জন্য দলীলাকে ঘুষ দিয়েছিল. যখন তার শক্তি চলে গেল, তখন পলেষ্টীয়রা তাকে বন্দী করল.

(অনুবাদ পরামর্শ: অনুবাদিত নাম)

(আরো দেখুন: ঘুষ, পলেষ্টীয়, শিম্শোন)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H1807