bn_tw/bible/other/bribe.md

2.3 KiB

ঘুষ, ঘুষের, ..............

সংজ্ঞা:

“ঘুষ” দেওয়া মানে কাউকে কিছু মূল্যবান জিনিস দেওয়া, যেমন টাকা, সেই ব্যক্তিকে উত্সাহ দেওয়া কিছু অসৎ কাজ করার জন্য |

  • সেই সৈন্যরা যারা যীশুর খালি কবর পাহারা দিচ্ছিল তাদের টাকা দিয়ে ঘুষ দেওয়া হয়েছিল কি ঘটেছে সে ব্যপারে মিথ্যা বলার জন্য |
  • কখনও কখনও সরকারী কর্মচারীকে ঘুষ দেওয়া হবে অপরাধ না দেখার জন্য বা একটি নির্দিষ্ট পথে ভোট দেওয়ার জন্য |
  • বাইবেল ঘুষ দেওয়া বা নেওয়া নিষিদ্ধ করেছে |
  • “ঘুষ” শব্দটা এভাবেও অনুবাদ করাযায় যেমন, “অসৎ কাজের জন্য টাকা দেওয়া ” বা “মিথ্যা বলার জন্য টাকা দেওয়া” বা “আইন ভাঙ্গার জন্য টাকা দেওয়া |”
  • “ঘুষ” দেওয়া এভাবেও একটা শব্দ বা বাকাংশ দিয়ে অনুবাদ করাযায়, “টাকা দেওয়া উত্সাহ দেওয়ার জন্য (কাউকে)” বা “টাকা দেওয়া অসৎভাবে সাহায্য পাবার জন্য” বা “টাকা দেওয়া সাহায্যের জন্য |”

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3724, H4979, H7809, H7810, H7936, H7966, H8641, G5260